• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝালকাঠি-১ আসনে উৎসবমুখর পরিবেশে মনিরের মনোনয়নপত্র দাখিল


ঝালকাঠি প্রতিনিধি  নভেম্বর ৩০, ২০২৩, ০৯:৪৬ পিএম
ঝালকাঠি-১ আসনে উৎসবমুখর পরিবেশে মনিরের মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি: রাজাপুর ও কাঁঠালিয়া জুড়ে মোটর শোভাযাত্রা আর স্লোগানে মুখরিত ছিলো সড়ক ও মহাসড়ক। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যপী এ অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছিলো উৎসবের আমেজ।

সংসদীয় এ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনিরের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করেই উৎসবমূখর এই পরিবেশ সৃষ্টি হয়। ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির স্বতন্ত্র নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে গনমাধ্যমকে জানান, ‘দলীয় মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবেনা আওয়ামী লীগের। 

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় না জিতে এমনটাই দলীয় প্রধানের নির্দেশনা ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দূরদর্শী সিদ্ধান্তে রাজাপুর-কাঁঠালিয়ার সর্বস্তরের জনগণের সমর্থনে আমি প্রার্থী হয়েছি।

এআর

Wordbridge School
Link copied!