• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র জমা


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি নভেম্বর ৩০, ২০২৩, ০৯:৪৯ পিএম
লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র জমা

লালমনিরহাট: লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের বিভিন্ন পদের স্বতন্ত্রপ্রার্থীসহ ৮ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দেওয়ার শেষ দিনে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

প্রার্থীরা হলেন, বর্তমান এমপি  ও জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোতাহার হোসেন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী পাটগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাকী, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুল হক বসুনিয়া, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও জাকের পার্টির প্রার্থী মানিকুর রহমান ইসলামী ফ্রন্টের প্রার্থী আজম আজাহার হোসেন, হাতীবাদ্ধা জাসদের (ইনু) প্রার্থী হাবিব মোহাম্মদ ফারুক। অপরদিকে তৃণমূল বিএনপি আব্দুল হালিম নামে একজনকে মনোনিত করলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি।

এআর

Wordbridge School
Link copied!