• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ১, ২০২৩, ১০:৫৩ এএম
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।

জহিরুল হক ভূইয়া (৭০) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার ফাজিল উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূইয়া। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

একপর্যায়ে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূইয়া মারা যাযন। এ কারাগারে তার কয়েদি নম্বর-৪২৭৭/ এ ছিল।

তার বিরুদ্ধে আড়াই হাজার থানায় দায়রা একটি হত্যা মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এমএস

Wordbridge School
Link copied!