• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কুমিল্লায় ভূমিকম্পে আতংকিত হয়ে আহত ২০ 


কুমিল্লা প্রতিনিধি  ডিসেম্বর ২, ২০২৩, ১২:৫৫ পিএম
কুমিল্লায় ভূমিকম্পে আতংকিত হয়ে আহত ২০ 

কুমিল্লা: ভূমিকম্পে আতংকিত হয়ে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী জানান, ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে ইপিজেডের তিনজন শ্রমিক আহত হয়েছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন। একজন ভর্তি আছেন। 

এছাড়াও সিড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রী পা ভেঙ্গে ফেলেছেন। তার চিকিৎসা চলছে বলে জানান তিনি। 

এদিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা জানান, উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে একটি গার্মেন্টসের ১৭ জন শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।  

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইয়া জানান, ভূমিকম্পের উৎপত্তর স্থল কুমিল্লা থেকে ৪৫ কিঃমিঃ দূরে অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

সোনালীনিউজ/এম/এসআই

Wordbridge School
Link copied!