মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গরে ভোট কেন্দ্রের সামনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম জিল্লুর রহমান (৪৫)। নিহত জিল্লুর টেঙ্গর এলাকার শরিতল মুন্সী ছেলে।
রোববার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই এলাকায় টেঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমানের স্ত্রী রেহেনা বেগম বলেন, আমার স্বামী নৌকার সমর্থক। শনিবার রাতে কাঁচির সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহিনের নির্দেশে বিপ্লবের লোকজন হুমকি দিয়ে যায়। আজ সকালে ওরাই আমার স্বামীকে রামদা দিয়া কুপিয়ে হত্যা করে।
ঘটনাস্থাল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার আসলাম খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এমটিআই







































