• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পূর্বধলায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি জানুয়ারি ২৫, ২০২৪, ০৭:৪৮ পিএম
পূর্বধলায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবি প্রতিনিধি

পূর্বধলা: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নেত্রকোনা জেলা প্রশাসক। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহাম্মদ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রানী সম্পদ অফিসার এম এ আউয়াল, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার প্রমুখ। 

সভায় যানজট ও জলবদ্ধতা নিরসন, পৌরসভা পুনঃ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও চোরাকারবার নিয়ন্ত্রণ, অবৈধভাবে দখলকৃত সরকারি খাসজমি উদ্ধারে অভিযান সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। 

এ বিষয়ে জেলা প্রশাসক শাহেদ পারভেজ পূর্বধলা উপজেলার উন্নয়নে এবং পূর্বধলা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

ওয়াইএ

Wordbridge School
Link copied!