পাবনা: পাবনা সদর উপজেলার লস্করপুরে একটি কসমেটিক্স গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বুধবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল হাসান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা আড়াই ঘন্টা চেষ্টা করে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমএস







































