• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ভালুকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত


নিজস্ব প্রতিনিধি মে ২৫, ২০২৪, ০৫:৩৩ পিএম
ভালুকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী শিল্পাঞ্চলের আমতলী নামক স্থানে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আক্কাছ আলী দেওয়ান (৭৫) ও হাজেরা খাতুন (৬৫)। নিহতের বাড়ি সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে। শুক্রবার (২৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আক্কাছ আলী দেওয়ান স্ত্রী ও মেয়েকে নিয়ে নাতনীর বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় রাত ১১টার দিকে ওই দম্পতি উপজেলার আমতলী নামক স্থান দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর হওয়ার সময় ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাস বৃদ্ধ আক্কাছ আলী ও হাজেরা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানার এস আই বাবুল মিয়া জানান, ঘাতক বাসটি জব্দ করেছেন তারা। তবে চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা ময়না তদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন জানালে তাদেরকে লাশ দুটি হস্তান্তর করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!