• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মা বলেছিলেন বাড়ি ফিরতে, কিন্তু চলে গেলেন পরপারে


সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ২৯, ২০২৪, ০১:২৭ পিএম
মা বলেছিলেন বাড়ি ফিরতে, কিন্তু চলে গেলেন পরপারে

সাতক্ষীরা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন সাতক্ষীরার ছেলে আসিফ হাসান।

আসিফের চাচা মামুন গাজী জানান, সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে গ্রামে আফিসের বাড়ি। বাবা মাহমুদ আলী গাজী মাছ ব্যবসায়ী। ১১ বছর বয়সে আসিফের মা মারা গেলে ২০১৪ সালে শিরিনা বেগমকে বিবাহ করেন তিনি।

এরপর থেকে শিরিনা বেগম লালন-পালন করেন দুই জমজ ভাই আসিফ হাসান ও রাকিব হাসান।

আসিফ রাজধানীর নদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর রাকিব সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মা শিরিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘বারবার বললাম বাবা বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। আসলি না। ওরা তোকে কেড়ে নিয়ে গেল। আসিফ পাঁচওয়াক্ত নামাজি আর মেধাবী ছেলে, ওরা ছেলেটাকে কেড়ে নিয়ে গেল।’

শিরিনার আর কিছু বলার মতো শক্তিও ছিল না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা নিতে ঢাকায় গেছেন তার স্বামী মাহমুদ আলম গাজী।

এমটিআই

Wordbridge School
Link copied!