• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

আ.লীগ নেতা হিরণকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়


ঝিনাইদহ প্রতিনিধি আগস্ট ৬, ২০২৪, ০৯:৪৪ এএম
আ.লীগ নেতা হিরণকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়িচালক আক্তার হোসেনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর হিরণের লাশ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়।

সোমবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত শহিদুল ইসলাম হিরণের বাড়িতে ভাংচুর করতে যায়।

সে সময় হিরণ আন্দোলনকারীদের লক্ষ্য করে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থেকে গুলি করেন। এতে বেশ কয়েকজন আহত হন।

পরে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও তার ব্যক্তিগত গাড়ী চালক আক্তারকে কুপিয়ে জখম করে।

আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সময় বাড়ির তৃতীয় তলায় অবরুদ্ধ হয়ে পড়েন হিরণ। সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেলে আন্দোলনকারীরা তার ঘরের দরজা ভেঙ্গে তার লাশ বের করে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এনে ঝুলিয়ে রাখে। পরে সেখান থেকে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!