• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

পুলিশের গুলিতে আহত যুবকের মৃত্যু 


কক্সবাজার প্রতিনিধি আগস্ট ৭, ২০২৪, ০৩:৪৬ পিএম
পুলিশের গুলিতে আহত যুবকের মৃত্যু 

কক্সবাজার: ঈদগাঁওতে পুলিশের গুলিতে আহত হওয়া ইসলামাবাদের গজালিয়ার নুরুল মোস্তফা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার  (৫ আগস্ট) বিকালে শেখ হাসিনা পদত্যাগের সংবাদের পর সারাদেশের ন্যায় ঈদগাঁওতে বিজয়ের মিছিল বের হয়, মিছিলটি ঈদগাঁও বাস ষ্টেশন থেকে শাহ ফকিরা বাজারস্থ ঈদগাঁও থানা পর্যন্ত গেলে, ঈদগাঁও থানায় থাকা পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়, মুহুর্তের মধ্যে কয়েকজন যুবক গুলিবিদ্ধ হয়, তাদের দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়, তাদের মধ্যে পশ্চিম গজালিয়ার নুরুল মোস্তফা গুরুতর আহত হয় বলে জানান স্থানীয়রা।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আহত নুরুল মোস্তফা মৃত্যু হয়।

এমএস

Wordbridge School
Link copied!