• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিনাজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের পদত্যাগ


জেলা প্রতিনিধি, দিনাজপুর আগস্ট ২০, ২০২৪, ০৮:৫০ পিএম
দিনাজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের পদত্যাগ

দিনাজপুর: দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। 

এর আগে, সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে। বিকেলে অধ্যক্ষ পদত্যাগের পর ক্যাম্পাসে আনন্দো মিছিল করে তারা। 

সমাজ কর্ম বিভাগের নুসরাত জাহান মিরা জানান, দীর্ঘদিন থেকে কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কারনে অকারনে দুর্ব্যবহার করতেন। দাফতরিক বিভিন্নকাজে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিনত করেছিলেন। দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন পদত্যাগ করায় আমরা সকল শিক্ষার্থীরা আনন্দিত। 

এমএস

Wordbridge School
Link copied!