নীলফামারী: নীলফামারীতে বাবার সাথে দোকানে বিস্কুট কিনতে গিয়ে অটোরিক্সার ধাক্কায় আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া খালুয়া পাড়ার মোড়ে এই দুর্ঘনাটি ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাবা হোসেন আলীর সাথে দোকানে বিস্কুট কিনতে যায় আব্দুল্লাহ। বিস্কুট নিয়ে বাবার হাত ছেড়ে দ্রুত রাস্তা দিয়ে দৌড় দেয় সে। এসময় ডিমলাগামী একটি অটোরিক্সা ধাক্কা দিলে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে হাসপাতালের নেয়ার পর তার মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ রায় বলেন, পরিবারের অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়েরের পর নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এসএস