চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ওই নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হলে তারা পরিচয় সনাক্তে নিহত অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
এসএস
আপনার মতামত লিখুন :