• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদারীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের সম্মাননা প্রদান 


মাদারীপুর প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ০৩:৪৫ পিএম
মাদারীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের সম্মাননা প্রদান 

মাদারীপুর: মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রবীণ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। 

মাদারীপুর জেলা সমাজসেবার কার্যালয়ের উপপরিচালক মো. মাইন উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিম মিয়া সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল ওহাব মিয়াসহ আরো অনেকে, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন, এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা শতাধিক প্রবীণ পুরুষ ও মহিলারা স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এআর

Wordbridge School
Link copied!