• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে স্বামী স্ত্রী আটক


সাতক্ষীরা প্রতিনিধি অক্টোবর ১২, ২০২৪, ০১:২৭ পিএম
সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে স্বামী স্ত্রী আটক

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা: কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কালিয়ানি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তী কলারোয়া উপজেলার পশ্চিম খড়দ্য গ্রামের মৃত নরিম গাজী ছেলে আজিজুল গাজী ও তার স্ত্রী শাহানারা খাতুন।  

এ সময় তাদের তল্লাশি করে ২ টি ভারতীয় মোবাইল ফোন, তিনটি ভারতীয় এনআইডি ও স্মার্ট কার্ড। ২ হাজার চারশত পঞ্চাশ ভারতীয় রুপি ও ১ হাজার ৫ শত বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। 

শনিবার দুপরে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

আটককৃতরাসহ তাদের পাচারকারী চক্রের দুই সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এসআই

Wordbridge School
Link copied!