দিনাজপুর: দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। তিন দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা। এদিকে পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কমের কারনে দামটা বেড়েছে। এদিকে পণ্য দুইটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
আজ রোববার (১৩ অক্টোবর) দুপুরে হিলি বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের সবজি বিক্রেতা আইজুল ইসলাম জানান, কয়েকদিন থেকে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় হিলিতে বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা কেজি।
তিনদিন আগে ২০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হলেও এখন পাইকারিতে ৩০০ টাকা কেজি কিনে ৩২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করতে হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। যা তিনদিন আগে বিক্রি হয়েছিল ৯০ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
হিলি বাজারের পেঁয়াজ কিনতে আসা শফিকুল ইসলাম নামের এক ক্রেতা জানান, যতদিন যাচ্ছে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তত বেড়েই চলেছে। গত তিন দিন আগে যে কাঁচা মরিচ কিনলাম ২০০ টাকা কেজি, সেই মরিচ আজকে ৩২০ টাকা কেজি ধরে কিনলাম, আর ভারতীয় পেঁয়াজ কিনলাম ১০০ টাকা কেজি। দেশিটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিন দিনের ব্যবধানে যদি ১২০ টাকা কেজিতে বাড়ে তাহলে আমরা কেমনে কিনে খাব।
এসএস







































