• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৪, ০৮:১৫ পিএম
সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর: সৌদি আরবে গাড়ি চাপায় শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সৌদি আরবের আভা খামিজ মোসাইদ শহরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃষক আলী মুদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে সবার ছোট সে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের বড় ভাই মনির হোসেন মাঝি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৭ লাখ টাকা ঋণ করে ৬ মাস আগে আমার ছোট ভাই সৌদি আরবে যান। সেখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। ওই গাড়ী থেকে নেমে রাস্তায় দাড়ালে শাকিলকে গাড়িটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যান। বর্তমানে তাঁর লাাশ সৌদি আরবের আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। 

দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. বশির হাওলাদার বলেন, শাকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে আমরাও শোকাহত। তার লাশ দেশে আনতে সকল সহযোগিতার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারের দূতাবাসের প্রতি আহ্বান জানান তিনি।

এসএস

Wordbridge School
Link copied!