• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফলন্ত শিম গাছ কেটে এ কেমন শত্রুতা!


ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধি : নভেম্বর ১, ২০২৪, ০৮:১০ পিএম
ফলন্ত শিম গাছ কেটে এ কেমন শত্রুতা!

পাবনা: পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জেরে জমির ফলন্ত শিমগাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১ নভেম্বর) ভোরের দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মনসুর আলীর জমিতে এ ঘটনা ঘটে। এতে ১৭ শতাংশ জমির ফলন্ত শিম গাছ কেটে ফেলায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

এ ঘটনায় মনসুর আলী সন্দেহভাজনের তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে মো. বাকি এবং তার দুই ছেলে মো. খালেক ও মো. মালেক।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, কালিকাপুর দেওয়ানপাড়া মো. বাকির বসতবাড়ি সংলগ্ন তার ১৭ শতক জমিতে শিমের আবাদ রয়েছে। সম্প্রতি শিমক্ষেতের জাংলার বেশকিছু খুঁটি চুরি হয়। এ নিয়ে বাকির ছেলে খালেক ও মালেকের সঙ্গে বাগবিতণ্ডা হয় মনসুর আলীর। এতে তারা দেখে নেওয়া এবং শিমক্ষেতের ক্ষতি করবেন বলে হুমকি দেন। 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মনসুর আলী যখন শিমক্ষেতে গিয়েছিলেন, তখন শিমক্ষেত ভালো ছিল। শুক্রবার সকালে শিমগাছের পরিচর্যা করতে গিয়ে দেখেন পুরো ক্ষেতের শিমগাছ কাটা।

মনসুর আলীর ভাই জহুরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে ক্ষেত থেকে প্রায় চার মণ শিম সংগ্রহ করে বিক্রি করা হয়েছে। প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্যবারের তুলনায় এবার শিমের দাম ভালো। ফলনও খুব ভালো হয়েছিল। ক্ষেত থেকে এবার দেড় থেকে দুই লাখ টাকার শিম বিক্রি যেতো। যারা এ ক্ষতি করেছেন তাদের শাস্তি চাই।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএ

Wordbridge School
Link copied!