• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ডোমারে বাসচাপায় একজনের মৃত্যু


নীলফামারী প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৪, ০৬:৪৯ পিএম
ডোমারে বাসচাপায় একজনের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমারে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের, ধঞ্চনপুর বাজারে মেইলের পার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মফিজুল জোড়াবাড়ি ইউনিয়নের দারিকামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিদাস রায় নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, বিকেলে মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল ডোমারের দিকে আসছিলেন।  এ সময় ডোমার থেকে চিলাহাটিগামী তয়েজ এন্টারপ্রাইজ নামের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন। 

এসএস

Wordbridge School
Link copied!