• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কলাপাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত নয় শিক্ষার্থী


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৪:৫০ পিএম
কলাপাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত নয় শিক্ষার্থী

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নয় জন শিক্ষার্থী। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে অধ্যয়নরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ শিক্ষার্থীরা খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ওই শিক্ষার্থীরা ওই কোচিং সেন্টারে অধ্যয়নের জন্য যায়। পরে রাত নয়টার দিকে শারমিন (১৪) নামের এক শিক্ষার্থীর প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। এসময় তার দেখাদেখি সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪) শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত করতে পারেনি চিকিৎসক।

শারমিনের স্বজনরা বলেন, বাসা থেকে সুস্থ ভাবে প্রতিনিয়ত যেভাবে কোচিং সেন্টারে আসে আজকেও সেভাবেই কোচিং সেন্টার আসছে। তবে হঠাৎ ফোনে বিষয়টি শুনে  আমরা হতভম্ব হয়ে গিয়েছি। কিসের কারণে হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়া তা এখনো জানা যায়নি। 

কোচিং সেন্টারের পরিচালক মো.রিপন জানান, কোচিংএ পাঠ্যদান চলাকালীন হঠাৎ শারমিন এর শ্বাসকষ্ট শুরু হয়। মিনিটের মধ্যে ৯ জনের ভিতর ছড়িয়ে পড়ে। আমরা সাথে সাথে অভিভাবকদের খবর দিয়ে, এবং হাসপাতালে নিয়ে আসি। তবে এখন পর্যন্ত কিসের কারণে হঠাৎ শ্বাসকষ্ট  হয়েছে তা বোঝা যাচ্ছে না। 

আবাসিক মেডিকেল অফিসার, কলাপাড়া হাসপাতাল, ডা. বিকাশ রায় বলেন, প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্টের কোন কারণ পাওয়া যায়নি হঠাৎ করে যে কারণে শ্বাসকষ্ট হয় এজমা সহ তেমন কিছু ধরা পরেনি। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানোর পরামর্শ দিয়েছি। 

এসএস

Wordbridge School
Link copied!