• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিলেটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ


সিলেট প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০২৪, ০৮:০৪ পিএম
সিলেটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট: সিলেটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ডিসেম্বর) বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ৬ হাজার ৯০০ কেজি ভারতীয় পাউডার চিনি, ১ হাজার ১৫৬ পিস আতশবাজি, ২৫ টি ফগ বডি স্প্রে, ৮ জোড়া খেলার বুট, ৭ টি কম্বল এবং চোরাচালানী কাজে ব্যবহৃত ১ টি বড় টাটা ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৭ হাজার ২৮০ টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আইএ

Wordbridge School
Link copied!