গাজীপুর: দেশের বহুল আলোচিত গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস সার্ভিস চালু হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে। এ দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করা হবে। ওই প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে পরীক্ষামূলক ভাবে যাত্রী পরিবহন করা হবে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুরে শিববাড়ি বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় এ কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো.এহছানুল হক।
জানা গেছে, গাজীপুর ও ঢাকাবাসী দীর্ঘ দিন যাবত বিআরটি প্রকল্পের কর্তৃপক্ষের নিকট একাধিক বার এই বাস সার্ভিস দ্রুত সময়ের মধ্যে চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানিয়েছে আসছিলেন। তবে বিভিন্ন জটিলতায় কর্তৃপক্ষ চালু করতে পারেননি। অবশেষে সকল বাধা-বিপত্তি পেরিয়ে এ সার্ভিস টি উদ্বোধন করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
অপর দিকে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমরা বেশ কিছুদিন ধরে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত দুটি বাস পরিচালনা করছি। কিন্তু দুটি বাসে কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছিল না। যার কারণে বাসগুলো এখন গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। ১৬ ডিসেম্বর আমাদের উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর প্রাথমিকভাবে ১০টি বাস এই পথে চলাচল করবে। চাহিদা অনুযায়ী পরবর্তীতে বাস বৃদ্ধি করা হবে।
পরে গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটিসির একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ভাড়া নির্ধারণ করা হয়েছে গাজীপুর নগরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত ২০ টাকা, বোর্ডবাজার ৩৫, টঙ্গীর কলেজ গেট ৫০ ও এয়ারপোর্ট ৭০ টাকা। ফিরতি পথে বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া ২৫ টাকা, বোর্ডবাজার ৪০, চৌরাস্তা ৫৫ ও শিববাড়ি ৭০ টাকা।
এসএস