রূপগঞ্জ : রূপগঞ্জকে মাদকের যান্ত্রিক পয়েন্ট বানিয়েছিল সাবেক মন্ত্রী গাজী পরিবার । তারা দুই পিএস ধারা পুরো উপজেলায় মাদকের নিয়ন্ত্রণ করতো। তারা সেবার বদলে মাদককে সহজলভ্য করে যুবসমাজকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলাের গন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে কর্মীদের প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মীদের প্রশ্নোত্তর পর্বে দিপু ভুইয়া আরো বলেন, গাজী পরিবার রূপগঞ্জের জমির দাম নিজের নিয়ন্ত্রণে রাখতে সরকারি খাল, রাস্তা, দখলে নিয়ে জলাবদ্ধতা সৃষ্টির করেছে। তারা জোরপূর্বক উপজেলার বিভিন্ন জায়গায় শতশত বিঘা জমি দখল করে রেখেছে। আগামী দিনে আমাদের প্রথম কাজ হবে সকল সরকারি খাল রাস্তা খাস জমি দখলমুক্ত করা।
রূপগঞ্জ বিশাল একটি শিল্প এলাকা। কিন্তু বিগত সময়ে রূপগঞ্জর ছেলেদের কোন শিল্প কারখানায় চাকুরী হয়নি বরং গাজীর পিএস ও তার পরিবার মনোনীত ব্যক্তিদের মাধ্যমের এলাকার বাহিরের লোকজনের চাকুরী হয়েছে। রূপগঞ্জের বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ জোরদার করে আগামীর দিনগুলোতে কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রথমেই অবৈধ গ্যাসের বদলে বৈধ গ্যাস সংযোগ, অবহেলিত এলাকায় শিক্ষ্যা প্রতিষ্ঠান নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ব্রিজ নির্মাণ, চাঁদাবাজ-দখলবাজ বন্ধ করে ত্যাগী নেতাদের মুল্যায়নের মাধ্যমে রূপগঞ্জকে ঢেলে সাজানো হবে।
তারাবো পৌর বিএনপি নেতা আলহাজ্ব মনির হাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, আহব্বায়ক আফজাল কবির, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, তারাবো পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিক মোল্লা, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, তারাবো পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান প্রমুখ।
এমটিআই