• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আটকে রাখা পণ্যবাহী ২ জাহাজ ছেড়ে দিলো আরাকান আর্মি


কক্সবাজার প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২৫, ১২:৫০ পিএম
আটকে রাখা পণ্যবাহী ২ জাহাজ ছেড়ে দিলো আরাকান আর্মি

ছবি : প্রতিনিধি

কক্সবাজার: মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক আটকে রাখা ২ পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় তিনটি জাহাজ মধ্যে দুটি বাংলাদেশ-মিয়ানমার নাফ নদ জলসীমার নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। বাকি একটি জাহাজ সেখানে রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি।

জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের আনুমানিক ৪০ কোটি টাকার মালামাল রয়েছে। এসব পণ্যের আমদানিকারক শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াস, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদসহ কয়েকজন ব্যবসায়ীর।
 
এসআই

Wordbridge School
Link copied!