• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিজিবির অভিযানে বাসে মিললো ৬২ লাখ টাকার হেরোইন-কোকেন


পঞ্চগড় প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:২৭ পিএম
বিজিবির অভিযানে বাসে মিললো ৬২ লাখ টাকার হেরোইন-কোকেন

নীলফামারী: ব্যাটালিয়নের ৫৬ বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে তল্লাসী চালিয়ে ৬২ লাখ টাকার বেশি মূল্যের হেরোইন-কোকেন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ৫৬ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী এডি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

ব্যাটালিয়ন সদরের ১নং গেইটের সামনে (দারোয়ানী টেক্সটাইল এলাকা, সদর, নীলফামারী) নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে ডোমার-সৈয়দপুর গামী বিসমিল্লাহ পরিবহনে (টাঙ্গাইল-জ- ১১-০০৬৭) তল্লাশী অভিযান পরিচালনা করে একটি বিশেষ টহল দল। এ সময় বিসমিল্লাহ পরিবহনটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় হেরোইন-০.৯৭০ কেজি এবং কোকেন-০.৮৬০ কেজি আটক করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআর

Wordbridge School
Link copied!