• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্লেইম গেইম রাজনীতি বন্ধ করুন: রেজাউল করিম 


লক্ষ্মীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:৩৭ পিএম
ব্লেইম গেইম রাজনীতি বন্ধ করুন: রেজাউল করিম 

লক্ষ্মীপুর: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, কুয়টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। 

সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। কারা এ হামলা ঘটিয়েছে এটা সবাই জানে। আমাদের আহ্বান ব্লেইম গেম রাজনীতি বন্ধ করুন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বলেন, বর্তমান প্রযুক্তির যুগে মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয়। বিগত দিনে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে অরাজকতা করতো তা যেন বর্তমানে না হয়। আমরা মনে করি সবাই পজেটিভ চিন্তা-ধারণায় রাজনীতি করবে। 

আয়োজকরা জানান, ড. রেজাউল করিমের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২শ জনকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, তেল, লবন, খেজুর, ছোলা, চিনি ও পেয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি আবু জাফর চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যানের সেক্রেটারী আমির হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারির হাফিজুর রহমান সজিব প্রমুখ। 

এআর

Wordbridge School
Link copied!