• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণ : শিশুসহ দম্পতি দগ্ধ


আশুলিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:২৭ পিএম
আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণ : শিশুসহ দম্পতি দগ্ধ

ফাইল ছবি

আশুলিয়া: আশুলিয়ায় সিলিন্ডার গ্যাস লিকেজে বিস্ফোরণে পাঁচ বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দোতলা ভাড়াবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাঁদের মেয়ে তানহা (৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তাঁর স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি।

সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিবেশীরা। পরে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রতিবেশী হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। তাতে তিনজনই দগ্ধ হয়। শিশুটিই বেশি দগ্ধ হয়েছে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাঁদের ঘরের জানালাও বেঁকে গেছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই

Wordbridge School
Link copied!