• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং 


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি মার্চ ১, ২০২৫, ০৭:১৭ পিএম
ভূরুঙ্গামারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং 

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী হাটে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, বাজারে বোতলজাত ভোজ্যতেল, খেঁজুর ও তরল দুধ বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। 

বাজার মনিটরিংকালে কয়েকজন ক্রেতা উপজেলা নির্বাহী অফিসারকে বোতলজাত ভোজ্যতেলের দাম বেশি নেয়ার অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভোজ্যতেল ক্রেতাকে অতিরিক্তমূল্য ফিরিয়ে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেন। 

সেই সাথে ব্যবসায়ীদের ভোজ্য তেলের বোতলের গায়ে থাকা দামে তেল বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এসময় তিনি ফল ব্যবসায়ীদের নিকট খেজুর ক্রয়ের চালান দেখতে চান। এছাড়া তিনি তরল দুধ বিক্রেতাদের সাথে কথা বলেন এবং দুধের দাম বিনা কারণে বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

বোতলজাত ভোজ্যতেল ক্রেতা আহসান হাবিব বলেন, সয়াবিন তেলের দুই লিটারের একটি বোতল কিনেছি। দোকানদার ৩৮০ টাকা নিয়েছে। ইউএনওকে অভিযোগ করলে তিনি দোকানদারকে তেলে বোতলের গায়ে থাকা দাম নিতে বলেন। পরে দোকানদার বোতলের গায়ে থাকা দাম নিয়ে বাকি টাক ফেরত দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামীতেও বাজার মনিটরিং অব্যাহত থাকবে। 

বাজার মনিটরিংকালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এআর

Wordbridge School
Link copied!