• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আদালত চত্বর থেকে সাবেক চেয়ারম্যান, পিপি ও জিপিসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার


পিরোজপুর প্রতিনিধি  মার্চ ২, ২০২৫, ০৭:৪৭ পিএম
আদালত চত্বর থেকে সাবেক চেয়ারম্যান, পিপি ও জিপিসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

পিরোজপুর: জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তাদের ওপর হামলা করে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার (০২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেফতারকৃতরা। 

পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। 

সূত্র আরও জানায়, তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে, আদালত প্রাঙ্গনে ভিড় করতে থাকে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি’র নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে আলাউদ্দীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। 

এআর

Wordbridge School
Link copied!