• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা


বরিশাল প্রতিনিধি  মার্চ ৫, ২০২৫, ০৬:৫৭ পিএম
বরিশালে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার (৫ মার্চ) নগরীর স্টিমার ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো:
মূল্য তালিকা না থাকায় ৩টি ফলের দোকানকে প্রতিটি ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা। গ্যাসের দোকানে অনিয়ম পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা। এ ছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ওষুধের দোকানকে ৭ হাজার টাকা জরিমানা। খাবার হোটেলে অনিয়ম পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী জানিয়েছেন, রমজান মাসজুড়েই বাজার নিয়ন্ত্রণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, অন্যান্য দোকানগুলোকেও সতর্ক করা হয়েছে।

এ ধরনের অভিযান বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এআর

Wordbridge School
Link copied!