• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী ভ্যানে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ৩


বেনাপোল প্রতিনিধি মার্চ ১৯, ২০২৫, ০২:১২ পিএম
বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী ভ্যানে  অ্যাম্বুলেন্সের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ৩

বেনাপোল : যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
 
বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা নবীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কণ্যা রত্না খাতুন (২)।

এছাড়া, নিহত শিশুর বাবা হাসান  ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।

 ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান ঘটনাস্থল পরিদর্শন এসে জানান,ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশও উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমটিআই

Wordbridge School
Link copied!