টাঙ্গাইল: টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামী লীগ সভাপতি খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার শিয়ালকোল হাট থেকে শনিবার (২২ মার্চ) বিকালে তাকে আটক করে পুলিশ। পরে টাঙ্গাইলের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইলের নাশকতা মামলায় খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেফতার করা হয়েছে।
আইএ







































