• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত


কুমিল্লা প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৫, ১০:২৬ এএম
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে সদর রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে ২ কিলোমিটার উত্তরে মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর রসুলপুর স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এই তিন যুবককে ঢাকামুখী রেলসড়কে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে। 

স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। লাশগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশগুলো উদ্ধার করে কুমিল্লায় নেওয়া হবে। 

তিনি আরো জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোন ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারে। কোন ট্রেনে কাটা পড়ছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এসআই

Wordbridge School
Link copied!