• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে হামলার স্বীকার ৩ শিক্ষার্থী


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি  এপ্রিল ২৭, ২০২৫, ০৯:৩০ পিএম
এসএসসি পরীক্ষা দিতে গিয়ে হামলার স্বীকার ৩ শিক্ষার্থী

নেত্রকোনা: পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া তিন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) সকালে কাজলা-বৈরাটি সড়কে এ হামলা ঘটে।

আহত তিন শিক্ষার্থী হলেন, মো. শাহিন (পিতা: সাইফুল মিয়া) মো. সাজু (পিতা: রিয়াজ উদ্দিন) মো. হৃদয় মিয়া (পিতা: কাজল মিয়া)। তারা সবাই বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশা দিয়ে শ্যামগঞ্জের একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন ওই শিক্ষার্থীরা। পথে কাজলা-বৈরাটি সড়কে ধান কেটে রাস্তা অবরোধ করা ছিল। অটোরিকশাচালক মোফাজ্জল চলাচলের সুবিধার্থে রাস্তা খোলার অনুরোধ করলে, এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সোবহানের ছেলে ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র কাঁচি দিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। মুহূর্তেই শিক্ষার্থীদের জামা রক্তাক্ত হয়ে ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির। তিনি জানান, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও আরও বলেন, পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ।

এআর

Wordbridge School
Link copied!