• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাঁঠালিয়ায় বেইলি ব্রিজ সংস্কারে ধীরগতি, দুর্ভোগে ১৩টি রুটের লক্ষাধিক যাত্রী


ঝালকাঠি প্রতিনিধি  এপ্রিল ২৯, ২০২৫, ০৮:৪৭ পিএম
কাঁঠালিয়ায় বেইলি ব্রিজ সংস্কারে ধীরগতি, দুর্ভোগে ১৩টি রুটের লক্ষাধিক যাত্রী

ঝালকাঠি: কাঁঠালিয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া ও খুলনা আঞ্চলিক মহাসড়কের বীনাপানি খালের ওপর বেইলি ব্রিজের সংস্কারের কাজ চলছে।

ওই প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার বিকল্প চলাচলের রাস্তা তৈরি না করায় দুরপাল্লার ১৩টি রুটের যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। ফলে দুরপাল্লার যাত্রীদের দীর্ঘ ২৪ কিলোমিটার অতিরিক্ত নিত্য দুর্ঘটনা প্রবণ আঁকা-বাঁকা সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। কবে নাগাদ এ এলজিইডি প্রকল্পের কাজ শেষ হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

চলতি মাসের ২১ এপ্রিল এ বেইলি ব্রিজের সংস্কার কাজ শুরু হয়। ২৮ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের এক-তৃতীয়ংশও শেষ হয়নি। কোনো প্রকার বিকল্প সড়ক না করে ব্রিজটির সংস্কার কাজ শুরু করায় দূরপাল্লার ১৩টি রুট পাথরঘাটা-ঢাকা, আমুয়া-রাজশাহী, পাথরঘাটা-চট্টগ্রাম, কাঁঠালিয়া-ঢাকা, কাঁঠালিয়া-চট্টগ্রাম, কাঁঠালিয়া-খুলনা, খুলনা-কাঁঠালিয়া-বেতাগী, খুলনা-কাঁঠালিয়া-মির্জাগঞ্জ, আমুয়া-বরিশাল, পাথরঘাটা-বরিশাল, কাঁঠালিয়া-ঝালকাঠি ও আমুয়া-ভান্ডারিয়া এসব রুটে প্রতিদিন শতশত যানবাহন, হাজার হাজার যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের যাতায়াত এবং পণ্য পরিবহনে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিকল্প পথ হিসেবে ২৪ কিলোমিটার অতিরিক্ত আঁকা-বাঁকা ও খানা খন্দে ভরা কাঁঠালিয়া-রাজাপুর সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

ব্রিজ সংলগ্ন কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ, কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, কাঁঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা, আলহাজ কেএইচ মাধ্যমিক বিদ্যালয়, মনস্বিতা মহিলা কলেজ, আমান উল্লাহ ডিগ্রী কলেজ, এম এ খালেক কৃষি কলেজ, সাবিহা খাতুন বালিকা বিদ্যালয়, বিনাপানি বিদ্যালয়, আমান উল্লাহ আলিম মাদ্রাসা, মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়, বিনাপানি বাজার ও কাঁঠালিয়া উপজেলা সদরের সাথে যাতায়াতকারী হাজার হাজার শিক্ষার্থী চরম দুর্ভোগের শিকার, সময়মত যেতে পারছেন না পরীক্ষা কেন্দ্র ও ক্লাসে।

পাথরঘাটা- ঢাকা রুটের মিজান পরিবহনের চালক মো. আব্বাস বয়াতী জানান- এ সড়ক দিয়ে প্রতিদিন ১৩টি রুটের বাস, পরিবহন ও ট্রাক চলাচল করত। ব্রিজটি ভাঙ্গায় বিকল্প পথ না থাকায় এ সব রুটের গাড়িগুলো ২৪ কিলোমিটার বেশি দুরুত্বের ভাঙ্গা রাস্তাদিয়ে যাতায়াত করছে।

অটো চালক মো. শাহারুম মুন্সী বলেন-বিনাপানির খালের ব্রিজটি ভেঙ্গে ফেলায় আমরা যাত্রী নিয়ে ভান্ডারিয়া যেতে পারছি না। ট্রলার থেকে উঠা-নামা করার জন্য সিড়ির ব্যবস্থা করে নাই। ফলে যাত্রী কমে গেছে। আমাদের আয়-রোজগার কমে গেছে।

কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মরিয়ম আক্তার জানান- ব্রিজ ভাঙ্গায় ও বিকল্প ব্যবস্থা না করায় আমাদের বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা আসতে পারছে না।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম তালুকদার বলেন-ব্রিজের সংস্কার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার কথা থাকলেও কবে কাজ শেষ হবে তা নিশ্চিত না। বিশেষ করে বিকল্প পথ না করায় যাত্রী, ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

আলহাজ্ব কেএইচ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মরিয়ম বেগম বলেন, লোকজন ও শিক্ষার্থীদের পারাপারের জন্য যে ট্রলারটি দিয়েছে তা খুবই খারাব অবস্থা। ট্রলার থেকে কাঁদা পানি ভেঙ্গে উঠতে হয়। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের পারাপারে সমস্যা হচ্ছে।

ঝালকাঠি উপ সহকারী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের মো. মাসুকুর রহমান জানান, কাজে কতোদিন সময় লাগবে তা নিদিষ্ট করে বলা যাচ্ছে না। বিকল্প সড়ক হিসেবে পারাপারের জন্য ট্রলার দেওয়া হয়েছে। ভাটির সময় পানির স্তর নিচে নামলে পারাপারে একটু সমস্যা হতে পারে।

এআর

Wordbridge School
Link copied!