• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনারগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মাণ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মে ২, ২০২৫, ১০:০৩ পিএম
সোনারগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মাণ

নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মোগরাপাড়া বাজার এলাকায় ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক মিয়া নামে সরকারি খাসজমি ও মারিখালী নদের চান্দি দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২ মে) সরেজমিনে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিজে উপস্থিত থেকে খাস জমি দখলের অভিনব কৌশলে সরকারি ছুটির দিনে কাজ করাচ্ছেন ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা মো. রফিক মিয়া। 

কীভাবে সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মাণ করাচ্ছেন জানতে চাইলে রফিক মিয়া উত্তেজিত হয়ে গিয়ে বলেন, আমি ১৯৮৮ সালে সাবেক প্রসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে ৯৯ বছরের বন্দোবস্ত এনেছি। কিন্তু আমার কাছে বর্তমানে কোনো কাগজ নেই।

মোগরাপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী আনু জানান, 'সরকারি অনুমতি না নিয়ে উপজেলার মোগরাপাড়া বাজারস্থ বটগাছতলায় ঘাটলার পশ্চিম পাশে রফিক মিয়া সরকারি খাসজমি ও মারিখালী নদের চান্দি অবৈধভাবে দখল করে নির্মাণ কাজ শুরু করেন'।

মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) আনোয়ার হোসেন বলেন, 'আমি নিজে খাস জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। রফিক মিয়া ডিসি অফিসের পরিচয় দিয়ে প্রশাসনের প্রভাব খাটিয়ে ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণ কাজ চলমান রেখেছেন'।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, 'সরকারি ভাবে লীজ বা বন্দোবস্ত ছাড়া কেউ স্থায়ীভাবে আরসিসি পিলার তৈরি বা নির্মাণ কাজ করতে পারেন না। বিষয়টি আমি খতিয়ে দেখবো'।

এআর

Wordbridge School
Link copied!