• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ  


বাকৃবি প্রতিনিধি মে ৫, ২০২৫, ০৭:৫১ পিএম
বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ  

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে ওই প্রশিক্ষণের আয়োজন করেন বাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবীদ বোরহান উদ্দীন।

ওই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের প্রকারভেদ, ব্যবহার পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। বাকৃবির লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও এ মহড়ায় অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

এই উদ্যোগ সম্পর্কে লাইব্রেরিয়ান বোরহান উদ্দীন বলেন, লাইব্রেরিতে প্রায় ৪০ কোটি টাকার মূল্যবান পুস্তক ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকে। এছাড়াও ১৯৬২ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল পত্রিকার রেকর্ড দস্তাবেজ এখানে বিদ্যমান। তাই অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এআর 

Wordbridge School
Link copied!