• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মে ২৮, ২০২৫, ০৪:৩৭ পিএম
সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলার বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে ) দুপুরে উপজেলার কাচঁপুরের বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ ও হানিফার ছেলে হাবিবুর।

জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় তাদের বাড়ির পাশে একটি খালি জায়গায় তারা দুইজন ফুটবল খেলা করছিলো। এসময় জায়গার পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে হাবিবুরও সাঁতার না জানায় দুই জনই পানিতে ডুবে যায়। 

পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে তার ডাক-চিৎকারে স্থানীরা এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!