ঢাকা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবার মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৩ শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে।
মঙ্গলবার (১০ জুন) ভোরে মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে এই ১২ জনকে পুশ-ইন করা হয়।
পরে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিলো। সাজা ভোগ শেষে তাদেরকে একত্রিত করে বিএসএফ আনন্দবাস সীমান্ত দিয়ে পুশ-ইন করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘১২ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে এদিকে ঠেলে দিয়েছে।’’ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিএস