• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

কেউ জনগণের আকাঙ্খা পূরণ করতে পারেনি


পাবনা প্রতিনিধি  জুন ১০, ২০২৫, ০৪:১৫ পিএম
কেউ জনগণের আকাঙ্খা পূরণ করতে পারেনি

ঢাকা : জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশের মানুষ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সবাই আশ্বাস দিয়েছে কিন্তু কেউ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা ও দাফন দুটিই করেছিলেন। ২০১৪ সালে বিনাভোট ১৫৩ জন এমপি হয়েছিল। আর ২০১৮ সালের নির্বাচন নিশিরাতের ভোট। পৃথিবীর ইতিহাসে রাতের বেলায় কোথাও ভোট হয়নি। কিন্তু শেখ হাসিনা করেছে।

তিনি বলেন,  আগামী নির্বাচনে ইসলামি দলগুলোকে একত্রে করে সমঝোতার মাধ্যমে একটি ভোট বাক্স রাখার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। 

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, রাসুল (স.) লোকজনকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন মেলায় হাটে বাজারে হেঁটে হেঁটে কাজ করেছেন। আপনারাও জনগণকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করবেন। রাসুলের (স) আদর্শ ও কোরআনের আইন চালু করতে হবে। সকল টার্গেট হবে আল্লাহর আইন চালু করা। কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে।

পিএস

Wordbridge School
Link copied!