ঢাকা : সাতক্ষীরায় আ.লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধারসহ তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর বাড়িতে এ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে পায়ে আঘাত পান তিনি।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বাসা থেকে একটি রাইফেল, তিনশো পিস ইয়াবা, মদসহ মাদক গ্রহণের নানা সারজ্ঞাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ওই সাবেক নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় রয়েছেন বলে জানা গেছে। এই বাড়িতে ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন।
পিএস