• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুবর্ণচরে কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি  জুন ১৯, ২০২৫, ০৫:৪৫ পিএম
সুবর্ণচরে কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নোয়াখালী: সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল পাল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজীপুর গ্রামের এ ঘটনা ঘটে। 

মৃত হরলাল পাল উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত গিরিশ চন্দ্র পাল এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজার থেকে সবজি আনতে বললে তিনি বাজারে না গিয়ে বাড়ির পাশে কচুর লতি তুলতে যান। সেখানে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম নিজাম উদ্দিন জানান, বিদ্যুতের লাইন ছিড়ে পড়ে গেলেও আমরা কোনো খবর পায়নি। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল টিমকে পাঠানো হয়েছে। দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এআর

Wordbridge School
Link copied!