• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধুর মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি জুন ২০, ২০২৫, ০২:০৯ পিএম
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধুর মৃত্যু

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)।

নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!