• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাকৃবির ২৩ শিক্ষার্থী পেলো পিএইচ.ডি. ডিগ্রি


বাকৃবি প্রতিনিধি জুন ২২, ২০২৫, ০৯:৩৪ পিএম
বাকৃবির ২৩ শিক্ষার্থী পেলো পিএইচ.ডি. ডিগ্রি

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ২৩ জন শিক্ষার্থীকে পিএইচ.ডি. (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি প্রদান করা হয়েছে। 

এ তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে রোববার (২২ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভায় গৃহীত ২নং সিদ্ধান্তের ভিত্তিতে ওই অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২৮ মে শিক্ষার্থীদের লাইব্রেরির ছাড়পত্র গ্রহণ নিশ্চিত হওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তাদের পিএইচ.ডি. ডিগ্রির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ডিগ্রিপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন), মো. আফজাল হোসেন, মো. সালাহউদ্দিন কায়সার, মোহাম্মদ আশিকুর রহমান, সুবর্ণা কুন্ডু ও মোহাম্মদ নাসির (কৃষিতত্ত্ব), শাহ্ শানজিদা নাসরীন, মোহাম্মদ ইলিয়াস হোসেন ও মো. সফিনুর রহমান (মৃত্তিকা বিজ্ঞান), মুহাম্মদ মোস্তফা কামাল (কীটতত্ত্ব), মো. ফারুক বিন হোসেন ও রূম্পা সরকার (উদ্যানতত্ত্ব), মো. খায়রুল ইসলাম (ফসল উদ্ভিদ বিজ্ঞান), মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ শামছুর রহমান খান (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন), লাকী পারভীন (কৃষি সম্প্রসারণ শিক্ষা), শেখ মো. ফজলে রাব্বি (এনভায়রনমেন্টাল সায়েন্স), মাশরুফা তানজীন (পশু পুষ্টি), মো. মনিরুজ্জামান (ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স), মো. মোশাররফ হোসেন (একোয়াকালচার), জান্নাতুল ফেরদৌস (ফিশারিজ ম্যানেজমেন্ট), সজীবুল হাসান (ফিজিওলজি) এবং গাজী মোস্তফা কবির উদ্দীন (কৃষি অর্থনীতি)।


এআর

Wordbridge School
Link copied!