• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে : ফখরুল


সিলেট প্রতিনিধি জুলাই ৭, ২০২৫, ১১:৪৫ এএম
নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে : ফখরুল

সিলেট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ হারানো অধিকার ফিরে পাবে, দেশ সঠিক পথে এগোবে।"

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনুসের বৈঠকে নির্বাচনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করে আসছে। এর ধারাবাহিকতায় হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের প্রতি বিএনপির শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে।"

এর আগে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকর্মীসহ মির্জা ফখরুল সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে সিলেটে আসেন মির্জা ফখরুল ও দলের কেন্দ্রীয় নেতারা।

দুপুরে তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।

পিএস

Wordbridge School
Link copied!