• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার


লক্ষ্মীপুর প্রতিনিধি  জুলাই ২৫, ২০২৫, ০৩:০১ পিএম
গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে দুপুরে অভিযুক্ত আসামিকে র‍্যাব-১০ এর সহযোগিতায় র‍্যাব-১১ ঢাকায় রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী তার ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করেন। ওই গৃহবধূ রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত ফারুকসহ অন্যরা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। বুধবার (২৩ জুলাই) সকালে তার মেয়ে বাড়ির পার্শ্ববর্তী মাদরাসায় পড়তে গেলে ভিকটিম একা থাকার সুযোগে দুপরের দিকে ফারুকসহ তিনজন তাদের ঘরের শয়ন কক্ষে ঢুকে লুকিয়ে থাকেন। তার মেয়ে মাদরাসা থেকে ঘরে আসলে মেয়েকে ধারালো চাকুর ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয় অভিযুক্তরা। পরে ওই গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান তারা। ধর্ষণের ঘটনায় আত্মসম্মানের ভয়ে ভিকটিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে তার ব্যবহৃত ইমো একাউন্টে তার স্বামীর কাছে পাঠানো অডিও রেকর্ড পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনের নামে মামলা দায়ের করেন। 

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। পরে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড মোড় থেকে মামলার প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

জেইউবি/এসআই

Wordbridge School
Link copied!