• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুর প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর 


ঝালকাঠি প্রতিনিধি  জুলাই ২৬, ২০২৫, ০৮:১৯ পিএম
রাজাপুর প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর 

ঝালকাঠি: রাজাপুর প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. মনিরুজ্জামান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. বরকত হোসেন মৃধা ১৯ ভোট, মো. শামসুল আলম বাবুল ১৮ ভোটে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. খলিলুর রহমান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে গোপাল কর্মকার এবং কোষাধ্যক্ষ পদে মো. বুলবুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে আরিফুর রহমান রনি ১৯ ভোট, এম খাইরুল ইসলাম পলাশ ১৮ ভোট, মো. এনামুল হোসেন খান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উপস্থিতি। শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
 
এআর

Wordbridge School
Link copied!