• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিনের বেলায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জুলাই ২৬, ২০২৫, ০৯:১১ পিএম
দিনের বেলায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি

পাবনা: ঈশ্বরদীর মুলাডুলিতে দিনের বেলায় একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি করেছে এলাকাবাসী। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার মুলাডুলি স্টেশন চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

পাঠক শিল্প সাহিত্য ও সামাজিক পরিষদের সভাপতি সৈয়দ চঞ্চল মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহানাজ পারভীন মাহফুজা, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, কৃষক সমিতির সাধারণ সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মণ্ডল, মুলাডুলি কাঁচামাল আড়তের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবু দেওয়ান, পাঠক শিল্প সাহিত্য ও সামাজিক পরিষদের উপদেষ্টা ফিরোজুল হক, সাহিত্যিক আব্দুল লতিফ জোয়াদ্দার, বড়াইগ্রাম স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব শাহিন খলিফা প্রমুখ।

এ বিষয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, ‘মুলাডুলি রেলওয়ে স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য বিক্ষোভ সমাবেশে হয়েছে শুনেছি। কিন্তু মুলাডুলি এলাকাবাসী তাদের এ দাবির বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেনি। রেলওয়েকে অফিসিয়ালভাবে অবহিত করলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।’

এআর

Wordbridge School
Link copied!