ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে ১ হাজার নিম গাছের চারা রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ্ আশ্রাফিয়া ও তালগাছিয়া মাদ্রসা কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে বিভিন্ন কাঁচাপাকা রাস্তার পাশে ১ হাজার চারা রোপণ করা হয়েছে।
সামাজিক অন্যায় ও অবক্ষয় প্রতিরোধ কমিটির ব্যানারে মাদ্রাসায় ইমদাদিয়া খানকাহ্ আশ্রাফিয়ার উদ্যোগে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ চারা রোপণ করা হয়।
খানকায়ে আশ্রাফিয়ার পীর সাহেব মুফতি মো. নুরুল্লাহ আশ্রাফি প্রধান অতিথি হিসেবে ঔষধি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এ বিষয়ে কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রবিউল ইসলাম বলেন, নিম আমাদের উপমহাদেশের একটি অতি পরিচিত ঔষধি গাছ। এর পাতা, ছাল, ফুল, ফল ও বীজ প্রায় সব অংশেই রয়েছে স্বাস্থ্য উপকারিতা।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলার সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান বলেন, একমাত্র গাছই পারে জীবন বাঁচাতে। তাই ব্যক্তি উদ্যোগে পরিত্যক্ত জমিতে প্রত্যেকের চারা গাছ রোপণ করা উচিত।
কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম বলেন, উপজেলার একটি মাদরসা নিজ উদ্দ্যোগে নিম গাছের চারা রোপণ করছেন। পরিবেশের জন্য এটা খুবই ইতিবাচক দিক।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, তালগাছিয়া মাদরাসা কতৃপক্ষ নিজ উদ্যোগে ১ হাজার নিম গাছের চারা রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃক্ষরাজিতে এ উপজেলা খুবই সম্মৃদ্ধ।
এআর







































